হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ৫ শিশু নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেছে এক অভিভাবক। অভিযুক্ত শিক্ষকের নাম মো. ওয়াসিম। তিনি যন্ত্রাইল গ্রামের হাজী মুকবুলের ছেলে। এ ঘটনার পর হতে ওই শিক্ষক পলাতক রয়েছে।

এ ঘটনায় প্রথম শ্রেণির এক ছাত্রের মা শুক্রবার রাত ১২টায় নবাবগঞ্জ থানায় ওয়াসিমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। মামলার এজাহারে তিনি ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আরো কয়েকজন শিশুকে ধর্ষণ করেছে বলে উল্লেখ করেছেন।

মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার শিক্ষক মো. ওয়াসিম মাঝ মাঝেই শিশু শিক্ষার্থীকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। অক্টোবর মাসের ১৫ তারিখে প্রথম শ্রেণির এক শিশু মাদ্রাসায় যেতে চায়নি। এ বিষয়ে তার মা বার বার জানতে চায়। পরে শিশুটি কান্না করে ওই শিক্ষকের এহেন কাজ সম্পর্কে তার মাকে বলে।

এরপর ঘটনা এলাকায় জানাজানি হলে একই গ্রামের আরো চারজন এ বিষয়ে অভিযোগ করে। তাদেরকেও ওই শিক্ষক ধর্ষণ করেছে। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়। ঘটনা টের পেয়ে ওই শিক্ষক গত ২০ অক্টোবর রাতে পালিয়ে যায়।

মাদ্রাসাটির পাশের এক বাসিন্দা বলেন, ঘটনার পর হতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে প্রায় শতাধিক শিশুশিক্ষা বঞ্চিত হচ্ছে। কয়েকজন শিশু বলেন, একথা কাউকে না বলতে হুজুর নিষেধ করেছে। বললে সে মারবে।

এঘটনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর মায়ের এজাহার পেয়ে শুক্রবার রাতে মামলা নেয়া হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষককে ধরতে পুলিশ কাজ করছে। তবে একই প্রতিষ্ঠানের এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের ঘটনা বিধায় পৃথক মামলা নেয়া হয়নি।

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি