হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ ঘর পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জৈনা বাজার কলেজ রোডের পাশে ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির মালিকানাধীন একটি ভাড়া বাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুন পাশের আরও ১১টি ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন বলেন,“আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুন লাগে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। গার্মেন্টসে চাকরি করে সারা জীবনে যা সঞ্চয় করেছিলাম—সব শেষ হয়ে গেছে।”

অন্য ভাড়াটিয়ারা জানান,“ভোরের দিকে বাড়ির উত্তর পাশের একটি কক্ষে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে যায়।”

বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন,“একটি তালাবদ্ধ কক্ষে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে আমার ঘরসহ ভাড়াটিয়াদের পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান,“দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ