যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় তিনি আক্রান্ত হন।
আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান। এ সময় শত্রুতার জেরে স্থানীয় রাতিন (২১) নামে এক যুবক চাকু দিয়ে তাকে আঘাত করে। এতে সোহানের পেট ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, ‘আশ্রম রোডে সোহান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। পুলিশ এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছে।’
এদিকে সোহানকে জখমের প্রতিবাদে রাতে ছাত্রদল যশোরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। অবিলম্বে হামলাকারীকে আটকের দাবি জানান বিক্ষোভকারীরা।