হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ৫ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি, থানায় জিডি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মেীলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি ও লাশ গুমের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

হুমকির শিকারদের মধ্যে রয়েছেন, সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাঈম হাসান এবং জেলা এনসিপির সদস্য হায়দার আলী।

রোববার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির বিবরণে উল্লেখ করা হয়, রোববার দুপুর ১টা ২৯ মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে মো. মুজাহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে ধারাবাহিকভাবে হত্যার পরিকল্পনার কথাও বলা হয়।

জুলাইযোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই তারা নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সর্বশেষ হুমকিতে সাংবাদিক এহসানসহ ছয়জনকে হত্যার কথা বলা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে জানানো হলে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

এহসান বিন মুজাহির বলেন, অনিয়ম-দুর্নীতি ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে এর আগেও তিনি একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন। পূর্ববর্তী জিডিগুলোর কার্যকর অগ্রগতি না হওয়ায় নতুন করে দেওয়া হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন বলেন, সাংবাদিক এহসানকে হত্যার হুমকির ঘটনায় প্রেসক্লাব তীব্র নিন্দা জানায়। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনশৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন পত্র সংগ্রহ

খুলনায় এনসিপি নেতাকে গুলি, যা জানা গেল

সিলেটে দৈনিক আমার দেশের বর্ষপূর্তি উদযাপন

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার

ফেনীতে গাছের সঙ্গে জজকোর্ট সেরেস্তাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪৪ জন গ্রেপ্তার

ময়মনসিংহে শ্রমিক দিপু হত্যা: ১২ আসামি ৩ দিনের রিমান্ডে

ঈশ্বরদীতে ডিপ্লোমা কৃষিবিদদের ৮ দফা দাবিতে সড়ক অবরোধ

বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন