পটুয়াখালীর দশমিনা উপজেলায় সম্মান নষ্ট করার উদ্দেশ্যে দৈনিক আমার দেশ পত্রিকার লোগো ব্যবহার করে পোস্টার তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে মো. আল আমিন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্টটি শেয়ার করার পর বিষয়টি প্রতিবেদকের নজরে আসে। পোস্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়।
জানা যায়, দশমিনা উপজেলার ‘ছাত্র অধিকার পরিষদ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওই পোস্টটি করা হয়।
আমার দেশ পত্রিকার লোগোসহ ওই পোস্টারে লেখা ছিল ‘আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন।’
এর আগে গত সোমবার রাতে ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর লোগো ব্যবহার করে আরেকটি পোস্ট দেয়া হয়েছিল। সেটিও একই ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় এবং একই আইডি থেকে শেয়ার করা হয়। সেখানে লেখা ছিল ‘নৌকার ভোটাররা হতাশ হবেন না, ট্রাক পাশে আছে: ছাত্র আলামিন।’
পরে ভাইরাল পোস্টটির ফেসবুক আইডি ও পোস্টারের ছবিতে থাকা ব্যক্তির খোঁজ নিয়ে জানা যায়, তিনি উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. বাবুল হোসেন ওরফে বাবলুর ছেলে মো. আল আমিন।
খোঁজ নিয়ে আরও জানা যায়, আল আমিন বর্তমানে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদ’-এর দশমিনা উপজেলা সাংগঠনিক সম্পাদক। আল আমিন আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে মো. আল আমিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।