হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান। মঙ্গলবার রাত সাড়ে সাত টার দিকে রনচন্ডী ইউনিয়নের বাফলা প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বাফলা গ্রামের চান কৃষ্ণ রায়, কনক চন্দ্র সরকার, কৃষ্ণ চন্দ্র রায়সহ ১৮ জন হিন্দু ধর্মাবলম্বী নেতার নেতৃত্বে তারা নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের হাতে হাত মিলেয়ে বিএনপিতে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

চান কৃষ্ণ রায় জানান, আমরা বাফলার বিল এলাকায় বসবাসরত দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করবো।

নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। রণচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান প্রমুখ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, এসময় জামায়াতের তিন জন ও জাতীয় পার্টির সাত জন বিএনপিতে যোগদান করেছেন।

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এসআর নিহত

অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপির

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ