হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার সুস্থতায় গণরোজা শেষে ১০ হাজার মানুষের ইফতার

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপি নেতাকর্মীরা ১ দিন গণরোজা পালন করে ১০ হাজার লোকের ইফতার করানো হয়। সোমবার বিকেলে ঢাকা- ২০ (ধামরাই) আসনে বিএনপি প্রার্থী ও জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের উদ্যোগে পৌরসভার জাতীয় ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

এ সময় দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি আবুল কালাম। দোয়ায় অংশ নেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, অধ্যাপক এমএ জলিল, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, এবাদুল হক জাহিদ, হাজী লোকমান দেওয়ান, এনায়েত হোসেন, আব্দুস সালাম, এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ইসতিয়াক আহমেদ ফারুক, মোবারক হোসেন, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির আহমেদসহ স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা।

সবার কাছে দলীয় চেয়ারপার্সনের সুস্থতার জন্য দোয়া চেয়ে জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আমি নফল রোজা রেখেছি এবং আমার নেতাকর্মীদের সবাইকে নফল রোজা পালন করতে বলেছি। সকলকে নিয়ে আজ ইফতার করে দোয়া করব আমাদের নেত্রীর জন্য। আসুন আমরা সবাই মিলে পরম করুনাম আল্লাহর কাছে দোয়া করি- যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেনো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।

পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীসহ সাধারণ জনগণও দোয়ায় অংশ নেন। একই সঙ্গে দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়।

রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক, এলাকা জুড়ে আতঙ্ক

আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

আজ পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস

বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সোনামসজিদ বন্দর দিয়ে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে পুলিশ

গণঅধিকার প্রার্থীর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা?

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ