হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর ১১ ঘণ্টার মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামীও

প্রতিনিধি, নওগাঁ

ভালোবাসার গল্প কখনও শেষ হয় না মৃত্যুতেও নয়। নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর মৃত্যুবরণ করেছেন স্বামীও।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার কাদিবাড়ী গ্রামে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। জীবনের প্রতিটি মুহূর্তে তারা ছিলেন পরস্পরের ছায়া, পরস্পরের ভরসা। কিন্তু হঠাৎই সেই ছায়া সরে যায়।

শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। বিকেল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

এ খবর কাদীবাড়ি গ্রামে পৌঁছালে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে গ্রামটিতে। বৃদ্ধ ওই দম্পতির মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী।

গ্রামবাসী সূত্রে জানা যায় ওই দম্পতির সংসারে দু’ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় সূত্র জানায় গত কয়েকদিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক জলিলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে গতকাল দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের স্বাভাবিক মৃত্যু হয়। এ খবর শুনে শিক্ষক জলিলুর রহমান আরো অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১২টার পরে নওগাঁ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওদের ভালোবাসা ছিল সত্যিকার। একে অপর ছাড়া তারা কখনও বাঁচতে পারতেন না। তাই হয়ত একজন চলে যাওয়ার পর আরেকজনও থাকতে পারেননি। ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎই মারা যান।

বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর থেকেই ভীষণ ভেঙে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পর বাবা-ও চলে গেলেন। মৃত্যুতেও একসঙ্গে থাকা এই দম্পতির গল্প এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। মানুষ বলছে, ভালোবাসা কখনও মরে না, শুধু রূপ বদলায়।

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি