হোম > সারা দেশ > রাজশাহী

চেলোপাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনায় বাদী হয়ে রাসেল নামে এক ব্যক্তি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অগ্নিসংযোগে ২০টি ঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শহরের সান্দার পট্টি ও নারুলী পশ্চিম পাড়ায় দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, রড, লাঠি, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা মধ্যে রণক্ষেত্রের পরিণত হয়।

মামলার বাদী রাসেল জানান, সংঘর্ষের সময় দুর্বৃত্তরা বাদীর দোকানে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে জগলুর করিম, মুক্তার হোসেন ও সাইফুল ইসলামের বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় চালানো হয় লুটপাটও।

তিনি বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার প্রতিবাদ করাতেই ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, আমরা সংঘর্ষের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তা বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি