বরিশালে একটি নতুন ধরার সেবামূলক সংগঠন বরিশাল কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানাইজেশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বই বিতরণ করা হয়েছে।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ইতালি প্রবাসী মোহাম্মদ এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশাল কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানাইজেশনের সদস্যরা হতদরিদ্র, অসহায় শিক্ষার্থীদের পাশে সর্বদা থাকবে।
এ কার্যক্রমে শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও একটি ভূমিকা রাখতে পারবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।