হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস

এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটা অংশ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই মনে হচ্ছে। হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যায়নি। আমরা কিন্তু রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না হুমকি ধামকিতে আমার দল লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করিনা।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি’র) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বরিশাল রিপোর্টস ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, গত বছর বাংলাদেশ শুধু আওয়ামীময় বাংলাদেশ ছিলো। আগস্টের আগের বাংলাদেশ শুধু শেখ পরিবারের বাংলাদেশ ছিলো। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগে হয়ে গেছে। আগস্টের পরে কিন্তু তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। অতএব বিএনপির সবার প্রতি অনুরোধ, গণতন্ত্রের রাজনীতি করেন, দেশকে ভালো বেশে ভালো রাজনীতি করেন।

ফুয়াদ বলেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধন কালে বিএনপির কিছু ব্যক্তি আমাকেসহ এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করেছে। বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ। পুলিশের সামনে এমন ঘটনার জন্য তারা আইনি পদক্ষেপ নিতে পারতো। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু ২/৩ বার বাঁশি বাজিয়েছে।

ফুয়াদ বলেন, বাবুগঞ্জের গ্রামে গ্রামে গিয়ে নেতা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে,বাবুগঞ্জ-মুলাদীর দুর্গম এলাকার বিভিন্ন এলাকায় রামদা বানানো হচ্ছে ওই এলাকায় বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে ওই এলাকায় বোমা বানানো হচ্ছে, এই বাস্তবাতয় বর্তমান প্রশাসন দিয়ে দেশে ভালো নির্বাচন হবার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এই প্রশাসন, এই ডিসি এই এসপি দিয়ে ভালো নির্বাচন হবে বলে মনে করছি না। রোববারের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বাবুগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করতে হবে।

জামায়াত কর্মীকে পিটিয়ে জখম বিএনপি নেতার

তিনটিতেই চাঙা বিএনপি নেতাকর্মী, ব্যাপক তৎপরতা জামায়াতের

চরফ্যাশনে প্রধান শিক্ষকের রমরমা নিয়োগ-বাণিজ্য

কুয়াকাটায় কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

নড়বড়ে কাঠের সেতু ভরসা, ঝুঁকি নিয়ে যাতায়াত

চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরগুনা-১ আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ছাত্রের মাকে কুপ্রস্তাবের অভিযোগ, জামায়াত নেতার পদ স্থগিত

ডাক্তার, ওষুধ ও শয্যা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কামরুজ্জামান, সদস্যসচিব লোকমান