হোম > সারা দেশ > বরিশাল

মাদরাসাছাত্রী ধর্ষণের পর হত্যা, প্রধান আসামির ফাঁসি

অন্যজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনায় মাদরাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

এছাড়া অন্য এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডিত আসামি বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে হৃদয় খান (২০)। তার সহযোগী আসামি জাহিদুল ইসলাম (১৯)। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

জানা গেছে, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিম ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ করেন। তার ১২ বছরের কন্যা ৫ ফেব্রুয়ারি শাক তুলতে বাইরে যায়। দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরদিন বাদী আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তাদের ফোনে অজ্ঞাতনামা একজন মেসেজ দিয়ে বলে, ১৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। বাদী বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ প্রধান আসামি হৃদয় খানকে ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে ৫ ফেব্রুয়ারি বাদীর মেয়েকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে আমতলীর জনৈক নূর মোহাম্মদ খানের বাড়ির কাছে নিয়ে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়।

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান

খালেদা জিয়ার নামে এতিম, মিসকিন ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কুলখানি