ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর বাসনভাঙ্গায় কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের বিরুদ্ধে। নেতার নির্দেশে তিনি ওই চরে গিয়েছেন বলে স্বীকার করেন অভিযুক্ত ছাত্রদল নেতা সবুজ তালুকদার।
হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাসনভাঙ্গা চরের কৃষকেরা দীর্ঘদিন ধরে নিজেদের দখলীয় জমিতে আলু, মরিচ, রসুনসহ বিভিন্ন রবিশস্য চাষ করে আসছেন। শনিবার দুপুরে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. সবুজ তালুকদারের নেতৃত্বে ৬০–৭০ জনের একটি সশস্ত্র দল চরে প্রবেশ করে ফসলি জমিতে লাল পতাকা টাঙিয়ে দখলের চেষ্টা চালায়। কৃষকেরা বাধা দিলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন—সবুজ মাঝি (৬৫), নিরব (৪৫), মো. রাসেল (১৫), শারমিন (৩০), সিরাজ (৪৫), মামুন (৪০), ফয়সাল (২৭), নুরনবী (৪৫), জান্নাত (২৮)সহ আরও কয়েকজন। গুরুতর আহত সবুজ মাঝি, নিরব ও মো. রাসেল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার শিকার মো: নিরব মিয়া বলেন, ‘চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের নির্দেশে সবুজ তালুকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা চরে এসে আমাদের ফসলি জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমি সহ ১৪ জন আহত হয়েছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা সবুজ তালুকদার আমার দেশ-কে জানান, ‘আমরা আমাদের নেতা-মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ এর নির্দেশে ওই চরে গিয়েছি। এই চরটি ২০০৩ সালে ভূমিহীন পরিবারদের মাঝে বন্দোবস্ত করে দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামীলীগ এর নেতারা এই চর দখল করে নেয়। ওই জমি উদ্ধারে জন্য আমরা সেখানে গিয়ে জমির বাঁধ কেটে দেই। আমরা কাউকে মারধর করিনি।’
অপর অভিযুক্ত ও সদ্য বহিস্কৃত চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু মুঠোফোনে জানান, মেজর হাফিজ এরকম নির্দেশ কাউকে দেয়নি বলে ফোন কেটে দেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ হাওলাদার বলেন,আমরা তদন্ত করতেছি সবুজ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।