হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিব!

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-১ আসনের প্রার্থী মুফতি হাবিবুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তবে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম চূড়ান্ত হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেখানে দলীয় প্রার্থী হতে পারছেন না। তবে তিনি কোন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-১ আসন থেকে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাহার দলটির সাংগঠনিক অবস্থানকে দুর্বল করতে পারে। অন্যদিকে, পটুয়াখালী-৪ আসনে মুফতি হাবিবুর রহমানের সক্রিয় উপস্থিতি সেখানে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে—বিশেষত যদি তিনি কোনো বড় বা প্রভাবশালী রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হন।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি দলীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও ব্যক্তিগত সংকটের কথা তুলে ধরেন। তাঁর দাবি, অনিচ্ছাকৃতভাবে অন্য আসনে মনোনয়ন পাওয়ার ঘটনায় মানসিক ও শারীরিক চাপের কারণে তিনি সম্প্রতি স্ট্রোক করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে, এই বক্তব্য কেবল ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়; বরং দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কেন্দ্রীয় চাপ এবং স্থানীয় নেতৃত্বের মধ্যে বিরাজমান টানাপোড়েনের ইঙ্গিত বহন করে।

এ ঘোষণাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের অব্যাহতি পাওয়া তিন নেতার প্রকাশ্য উপস্থিতি। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে, ঘটনাটি শুধুই একটি প্রার্থিতা পরিবর্তন নয়; বরং দলীয় অভ্যন্তরীণ বিভাজন ও পুনর্বিন্যাসের সম্ভাব্য প্রতিফলন।

মুফতি হাবিবুর রহমান তার বক্তব্যে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বিলাসী জীবনযাপন পরিহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যদিও রাজনৈতিক ভাষ্যে এটি পরিচিত নৈতিক বয়ান, তবে স্থানীয় ভোটারদের মধ্যে এর গ্রহণযোগ্যতা এবং ভোটব্যাংকে কী প্রভাব ফেলবে—তা এখনো অনিশ্চিত।

এর আগে একই দিন বিকেলে শতাধিক মোটরসাইকেলের শোডাউন আয়োজন করেন তিনি।

বর্তমানে পটুয়াখালী-৪ আসনে মুফতি হাবিবুর রহমানসহ মোট ৫ জন প্রার্থী রয়েছেন। অন্যরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল–(বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল কাইউম, জমিয়াতে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা মুফতি মো. ওমর ফারুক শরীফ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি–এনসিপি ও গণঅধিকার পরিষদের প্রার্থিতার কথাও শোনা গেলেও সংশ্লিষ্ট প্রার্থীদের নাম এখনো নিশ্চিত নয়।

সামগ্রিকভাবে রাজনীতিক বিশ্লেষকদের অভিমত, মুফতি হাবিবুর রহমানের আসন পরিবর্তনের সিদ্ধান্ত পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৪—উভয় আসনের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আসন্ন নির্বাচনে এই সিদ্ধান্ত কার জন্য সুবিধা বা অসুবিধার কারণ হবে, তা নির্ভর করবে তার পরবর্তী রাজনৈতিক পরিচয়, জোটগত অবস্থান এবং মাঠপর্যায়ের শক্তি সমীকরণের ওপর।

আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

জামায়াত কর্মীকে পিটিয়ে জখম বিএনপি নেতার

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

তিনটিতেই চাঙা বিএনপি নেতাকর্মী, ব্যাপক তৎপরতা জামায়াতের

চরফ্যাশনে প্রধান শিক্ষকের রমরমা নিয়োগ-বাণিজ্য

কুয়াকাটায় কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

নড়বড়ে কাঠের সেতু ভরসা, ঝুঁকি নিয়ে যাতায়াত

চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরগুনা-১ আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ছাত্রের মাকে কুপ্রস্তাবের অভিযোগ, জামায়াত নেতার পদ স্থগিত