জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে সুরমা আক্তার সাথী নামে এক গৃহবধূর হামলায় আপন ভাসুর দেলোয়ার হোসেন ফকির (৬৫) নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।
নিহতের ছেলে ফরসাল ফকির জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে তার বাবার বাগবিতণ্ডা হয়। এ সময় তার ছোট চাচী (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেন মিলে তার বাবার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ফকির মারা যান।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমানর রোববার সকাল সাড়ে ৮টায় জানান, খবর পেয়ে ফোর্সসহ রাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন তিনি। লাশের সুরতহাল প্রস্তুতকালে নিহতের গলায় দুটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। নিহতের স্ত্রীকে খবর দেয়া হয়েছে। তিনি থানায় এলে মামলা দায়ের করা হবে।
অভিযুক্ত গৃহবধূ সুরমা আক্তার সাথীর স্বামী জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে আমার ভাই দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। তার ওপর কেউ হামলা করেননি।