হোম > সারা দেশ > বরিশাল

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

একসঙ্গে বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

নবাগত সদস্যদের একজন, কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

নিখোঁজের তিনদিন পর খালপাড়ে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

বরিশালে ভ্যানচালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ

আমার দেশের শামীম সভাপতি, যমুনা টিভির তানভীর সম্পাদক

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

বিএনপিতে স্বস্তি, টেক্কা দিতে চায় জামায়াত

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার