হোম > সারা দেশ > বরিশাল

বাংলাদেশে ৭০ হাত মাটির নিচ থেকে ৩৩ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

বরিশাল অফিস

বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে ৩৩ বছর আগে ডুবে যাওয়া একটি জাপানি জাহাজ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ঠিকাদার একাধিকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট’ সফলতা পেয়েছেন।

এক যুগের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে মাটির ৭০ হাত তলদেশ থেকে ডুবে যাওয়া জাপানি পণ্যবাহী এ জাহাজটি উদ্ধার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমভি মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশে রওনা হয়।

পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠুয়া এলাকার তেঁতুলিয়া নদীতে ডুবে যায় জাহাজটি। এসময় বিআইডবব্লিটিএর পক্ষ থেকে জাহাজটি উদ্ধারে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, জাহাজ ডুবির স্থানটি প্রায় দু’যুগ আগে চর আকারে জেগে ওঠে এবং পরবর্তীতে এটি মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়। সেখানে ধীরে ধীরে ফসল আবাদ করাসহ বসতি গড়ে তোলা হয়। মিঠুয়া গ্রামের মাটির নিচের এই জাহাজটি শনাক্ত করাসহ তা উত্তোলনে একাধিক ঠিকদার ব্যর্থ হওয়ার পরে ২০১৩ সনে ফের দরপত্র আহ্বান করে সংস্থাটি। এতে অংশগ্রহণ করে খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট’। এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন ২০ লাখ টাকায় বিদেশি এই জাহাজটি উত্তোলনে কাজ করার অনুমতি পায়। এর পরে এক যুগের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে জাহাজটি সম্পূর্ণরূপে উত্তোলন করতে সক্ষম হয়।

জাহাজ উত্তোলন কাজে সম্পৃক্ত আব্দুল মন্নান বলেন, ১৮০ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ১৪ ফুট এবং ১৭ ফুট উচ্চতার জাহাজটি ৫ একর মাটি ৭০ হাত খনন করে উত্তোলন করা হয়। উদ্ধার জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন, যে মেশিন বর্তমান বাজারে নেই বললেই চলে। থাকলেও নতুন মেশিনটির মূল্য হবে আনুমানিক ১২ থেকে ১৫ কোটি টাকা। তবে এই বিকল মেশিনটি ভাঙারি হিসেবে বিক্রি করলেও ২০ থেকে ২৫ লাখ টাকা পাওয়া যাবে।

জাহাজটি পুরোপুরি উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান জানান, উত্তোলনের পরে জাহাজটি মিঠুয়া গ্রামে রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতনদের সাথে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান

খালেদা জিয়ার নামে এতিম, মিসকিন ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কুলখানি