হোম > সারা দেশ > বরিশাল

স্ত্রী তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল যুবকের, ভিডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত এক যুবকের ২০ কেজি দুধ দিয়ে গোসল করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, দামোদারকাঠি গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের পুত্র মো. সজীব সরদার চলতি বছরের ২৫ মে একই গ্রামের কাজল নামের এক তরুণীকে পরিবারের অমতে প্রেমের টানে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মাথায় জীবিকার তাগিদে সজীব দুবাইতে পাড়ি জমালেও স্ত্রী কাজলের অনুরোধে দেশে ফিরে আসেন।

সজীবের দাবি, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়া হয়। এরপর কলহ তীব্র হলে ছয় মাসের মাথায় স্ত্রী কাজল তাকে তালাক দেন।

তালাকের পর মানসিকভাবে ভেঙে পড়েন সজীব। আত্মহত্যার উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পরে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠকে মীমাংসার চেষ্টা হলেও কাজল তালাকের সিদ্ধান্তে অনড় থাকেন। সবশেষে আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব বুধবার সকালে বাড়ির উঠোনে কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে ২০ কেজি তরল দুধ দিয়ে গোসল করেন।

সজীব বলেন, “আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। দুধ দিয়ে গোসল করেছি মন পরিষ্কার করার উদ্দেশ্যে। নতুন করে জীবন শুরু করতে চাই।”

ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

এ বিষয়ে স্ত্রী কাজলের মন্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সাংবাদিকদের সামনেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, ‘ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো নিয়ম নেই। এমন দুঃসময়ে পরিবার ও সমাজের উচিত মানুষটিকে মানসিক সহায়তা দেয়া।’

নাজিরপুরে শতবর্ষী কালীবাড়ি পুকুর এখন অবৈধ দখলে

বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা কোণঠাসা ক্ষুব্ধ নেতাকর্মীরা

চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

ছাত্রদল নেতা হত্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২১ জনের নামে মামলা

আড়াই কেজি ওজনের এক ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

ভোলার উন্নয়ন চাই: জেলা প্রশাসক

কুয়াকাটায় ৯০০ কেজি জাটকা উদ্ধার, জরিমানা

মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশি ২৬ মাঝিসহ ফিশিং ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না: জাহিদুল ইসলাম