বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক মঞ্জু বেপারী শনিবার রাতে তার ভ্যানের যাত্রী নামিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়িসংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। তারা গুরুত্বর আহত মঞ্জু বেপারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতলের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, এখানে আনার আগেই মঞ্জু বেপারীর মৃত্যু হেয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ওই ভ্যানচালককে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। ওসি বলেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে ১০-১২টি আঘাত করা হয়, যা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।