হোম > সারা দেশ > বরিশাল

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমানের মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। আজ ২৪ নভেম্বর বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হাবিবুর রহমান দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে বেশি অসুস্থ থাকায় প্রথমে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ নভেম্বর বিকাল ৩টায় ইন্তেকাল করেন। মরহুম হাবিবুর রহমান দীর্ঘ দিন ভোলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগামীকাল ২৫ নভেম্বর সকাল ১০টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, ভোলা প্রেসক্লাব আহ্বায়ক ও ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান,

ভোলা জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হুসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ,বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

নির্বাচনে সকল দল সমান সুযোগ পাবে: ডিসি বরিশাল

আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১, আটক ১

কলাপাড়ায় শীতকালীন সবজির বীজ পেয়ে উচ্ছ্বসিত ২৫০ পরিবার

ঝালকাঠির ভাইরাল সড়ক যেন মেরিন ড্রাইভ

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

পটুয়াখালী প্রেস ক্লাবের হীরক জয়ন্তী পালিত