হোম > সারা দেশ > বরিশাল

জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ, দাম নাগালের বাইরে

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের দেখা মেলায় খুশি জেলে-ব্যবসায়ীরা। মাছ নিয়ে জেলেরা মোকামে আসায় ব্যস্ত হয়ে পড়েছে কলাপাড়ার আলীপুর-মহিপুরের ব্যবসায়ীরা।

পাইকারদের হাত হয়ে এসব মাছ ইতোমধ্যে পৌঁছে গেছে দেশের

বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে।

শুক্রবার দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুর মোকামে ১ কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ৮০ হাজার টাকা, ৮০০ গ্রামের ৭০ থেকে ৭৫ হাজার টাকা, ৫০০ গ্রামের প্রতিমণ ৫০ হাজার থেকে ৫৫ হাজার এবং জাটকা (কেজিতে ৩ পিস) ২৮ থেকে ৩০ হাজার টাকা।

আড়ত ও ট্রলার মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারি জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীর সমুদ্রগামী জেলেরা এখনো ফিরেনি।

এসব মাছধরা ট্রলার অন্তত এক সপ্তাহ পরে ঘাটে ফিরবে। এসব মাছ ধরার ট্রলার মোকামে ফিরলে আরো বেশি জমজমাট হয়ে পড়বে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম। সেই সাথে কমবে মাছের দাম।

কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ. ছালাম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। ইতোমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।

আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, গভীর সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে।

মহিপুরের মাহাতাব ফিশের মালিক মাহাতাব হাওলাদার বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা যে হারে ইলিশসহ সকল সামুদ্রিক মাছ নিয়ে মোকামে আসছে তাতে আমরা আশাবাদী। এই ধারা অব্যাহত থাকলে লোকসানের বোঝা কাটাতে সক্ষম হবে জেলে-ব্যবসায়ী।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধের সুফল সমুদ্রগামী জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন এ মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, জেলে-ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবারই প্রথম

ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সাগর উপকূলের জেলেরা ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস্য বিভাগ।

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান