হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জের মেলা বন্ধের দাবি

প্রকাশ্য জুয়া ও অশ্লীল নৃত্য

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশাল বাবুগঞ্জের মেলায় প্রকাশ্যে জুয়া ও অশ্লীল নগ্ন নৃত্য চলার অভিযোগে মেলা বন্ধের দাবিতে স্থানীয় মুসল্লি স্থানীয়রা কেদারপুর খেয়া ঘাট এলাকায় মানববন্ধন করেছে।

সোমবার সকালে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া কেদারপুর খেয়াঘাট মসজিদ এলাকার পাশের মেলায় এসব অসামাজিক কর্মকাণ্ড চলছে। এ নিয়ে এলাকাবাসী ও আয়োজকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। যে কোনো মুহূর্তে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও আয়োজকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. রহমতউল্লাহসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। পরবর্তীতে দোয়া মোনাজাতের মাধ্যমে এ মানববন্ধন শেষ করা হয়েছে।

এছাড়াও রোববার দুপুরে মেলা বন্ধের প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ আ. জ. ম শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা রাহমাতুল্লাহসহ ইমাম সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গত ২০ এপ্রিল থেকে অঘোষিতভাবে মেলাটি শুরু হয়। নগ্ন নিত্য ও জুয়ার কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটছে ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

বাবুগঞ্জ উপজেলার ইউএনও মো. ফারুক আহমেদ স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এমএস

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান

খালেদা জিয়ার নামে এতিম, মিসকিন ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কুলখানি