প্রায় দুই দশক পর আগামী ২৬ জানুয়ারি বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন দুপুর দুইটায় তিনি বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর বরিশালে আসছেন তারেক রহমান, এমন খবরে উজ্জীবিত হয়ে পড়েছেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের জনসভার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল আমার দেশকে বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশালের জনসভার বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের অবহিত করা হয়েছে। সে হিসেবে আগামী ২৬ জানুয়ারি বরিশালে নির্বাচনি জনসভার কর্মসূচি দেওয়া আছে। জরুরি কোনো কর্মসূচি বা বড় ধরনের কোনো ব্যত্যয় না ঘটলে ওই দিনই বরিশালে জনসভা হবে। তিনি বলেন, বিএনপির ইতঃপূর্বে যতগুলো জনসভা হয়েছে, বরিশাল বেলস পার্ক ময়দান ছাড়িয়ে নগরীর সকল রাস্তা ঘাট পরিপূর্ণ হয়ে গেছে। তবে আগামী ২৬ তারিখের নির্বাচনি জনসভা হবে অরো ব্যতিক্রমী ও ভিন্নতর। সে হিসেবে বিগত দিনের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হবে বলে আশাবাদী তিনি।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গত ১৪ জানুয়ারি বিএনপির গুলশানের কার্যালয় থেকে আগামী ২৬ তারিখে বরিশালের নির্বাচনি জনসভার বিষয়টি বরিশাল সদরের-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার ও আমাকে প্রথমে অবহিত করা হয়। বিএনপির চেয়ারম্যানের বরিশালের নির্বাচনী জনসভাকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে। তিনি বলেন, যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বিএনপির নব নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল বিএনপির নেতাকর্মীসহ সকল শ্রেণির পেশার মানুষ তাকে এক নজর দেখার জন্য সমাবেশে যোগ দিবেন এটাই স্বাভাবিক। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই জনসভা নতুন মাত্রা যোগ করবে। ওই দিন বরিশাল বেলসপার্কসহ নগরীর সকল অলিগলি জনাকীর্ণ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন আমার দেশকে বলেন, দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের অবহিত করেছেন। আগামী ২৪ জানুয়ারি সিলেট থেকেই বিএনপির চেয়ারপারসনের নির্বাচনি জনসভা শুরু হবে। এরপর ২৬ জানুয়ারি বরিশালের নির্বাচনি জনসভা হবে। তিনি বলেন, এ জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, নির্বাচনি জনসভা সফল করতে আজ রোববার বিকেল তিনটায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীসহ বিভাগের ৬ জেলা নেতৃবৃন্দ ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেবেন। শিরিন বলেন, আগামী ২৬ জানুয়ারীর জনসভা বরিশালে অনুষ্ঠিত সকল জনসভার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে।
উল্লেখ্য, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে সর্বশেষ বরিশালে এসেছিলেন। এর পর দীর্ঘ দিন তিনি দেশের বাইরে ছিলেন। প্রায় ২০ বছর পর বরিশালে আসার খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে।
প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে মুখিয়ে রয়েছেন নেতাকর্মীরা।