হোম > সারা দেশ > বরিশাল

পবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন-সন্তানদের উপেক্ষার অভিযোগ

প্রতিনিধি, পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, একাধিক বিয়ে ও অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ড. রমন কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

ড. রমন কুমার বিশ্বাসের স্ত্রী শ্রাবন্তী বিশ্বাস অভিযোগ করেন, ‘২০১১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছু দিন পরই তিনি গোপনে আরেক নারীকে বিয়ে করেন। পরবর্তী সময়ে আরও দুটি বিয়ে করেন। ছাত্রীসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বিভিন্ন সময় আমাকে ব্যাপক মারধর করে আহত করেছেন। বর্তমানে তিনি আমাদের তিন সন্তান এবং আমাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছেন।’

শ্রাবন্তী বিশ্বাস তার সন্তানদের ভরণপোষণ দেয়ার এবং অভিযুক্ত ড. রমন কুমার বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন শিক্ষকের কাছে এমন আচরণ আমরা আশা করি না। এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘প্রথম স্ত্রী বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে কর্তৃপক্ষ বিধিসম্মত উপায়ে সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করবে।’

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি।’

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসীন হোসেন খান বলেন, ‘আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান

খালেদা জিয়ার নামে এতিম, মিসকিন ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কুলখানি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাউফল উপজেলা বিএনপি আহ্বায়ককে অব্যাহতি