হোম > সারা দেশ > বরিশাল

গুম হওয়া ২ সন্তান ফিরে পেতে মায়ের আকুতি

বরিশাল অফিস

২০১২ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার লেলিয়ে দেয়া আইন প্রয়োগকারী সংস্থার হাতে বরিশালে ছাত্রদলের নেতা গুম হওয়া আপন দু’ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে ফিরিয়ে দেয়ার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা।

রোববার (২৪ আগস্ট) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় গুমের শিকার দু’সন্তানকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেন গুম হওয়া দু’সন্তানের মা ও পরিবার সদস্যরা।

গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম এবং ফিরোজের স্ত্রী, ভাই ও পরিবারের স্বজনরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ২০১২ সালে বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানকে গুম করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না। এমনকি গুম হওয়া দু’ছাত্রদল নেতাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্না দিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। বর্তমান সরকারের আমলে গুম হওয়া দু’সহোদরকে ফিরে পেতে চায় পরিবারের স্বজনরা।

মানববন্ধনে ফিরোজের মা ফিরোজা বেগম বলেন, শেখ হাসিনা আমার কোল থেকে দু’সন্তানকে কেড়ে নিয়েছে। এখন সময় হয়েছে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেয়ার। এটা সরকারের কাছে একজন গুম হওয়া সন্তানের মায়ের জোরালো দাবি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক খাদেল হোসেন বাবরসহ ছাত্রদলের নেতা-কর্মীরা।

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

আগামীতে যেনো ফ্যাসিস্ট না হয় সেজন্যই গণভোট: উপদেষ্টা ফরিদা আখতার

তারেক রহমানের আগমনে অতীতের সব রেকর্ড ভাঙবে বরিশালের জনসভা

নেছারাবাদে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান