পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচটি বাস থেকে ৯০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নিউ মডার্ন, আর.পি-সহ কয়েকটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০–এর সংশ্লিষ্ট ধারা ভঙ্গের দায়ে পাঁচ বাসের সুপারভাইজারের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় প্রশাসন। জব্দ হওয়া জাটকা কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও কাউছার হামিদ বলেন, ‘জাটকা রক্ষায় আগামী আট মাস পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। ধরা, পরিবহন বা মজুদ—যে কোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘জাটকা ধরা ও পাচাররোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাছ আমরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি, যাতে এগুলো নষ্ট না হয়ে সমাজের কাজে আসে।’
অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।