হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে শিক্ষকের ওপর হামলা, অধ্যক্ষের বিচার দাবিতে পরীক্ষা বর্জন

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে জয়নুল আবেদীন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জসিমের বিচার দাবিতে বার্ষিক পরীক্ষা বর্জন করছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার অধ্যক্ষের বিচার দাবিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিনশত শিক্ষার্থী (আরবি) কোরআন প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের করা অভিযোগ সূত্রে এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মহসিন, এবিএম মনির উদ্দিন, বিবি ফাতেমা বেগম, সাজেদা বেগম, মো. হাবিবুল্লাহ, মো. হোসেন, ইয়া ইয়া জানান, বুধবার ক্লাস চলাকালীন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. ইয়াছিনকে অধ্যক্ষ আব্দুর রহিম জসিম ডেকে নিয়ে গালমন্দ ও মারধর করেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের এই অনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরীক্ষা বর্জন করে।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষকের গায়ে হাত তোলায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে এ সময় অধ্যক্ষের হামলায় দশম শ্রেণির ইশা, নবম শ্রেণির লামিয়া, আয়েশা, আমেনা, সপ্তম শ্রেণির শামীমা ও খাদিজাসহ ১০ জন শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষক মো. ইয়াছিন জানান, বুধবার ক্লাস চলাকালীন ৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী পরীক্ষার ফি জমা দিয়ে আমার কাছ থেকে অ্যাডমিট কার্ড নেয়। এতে অধ্যক্ষ আমাকে ডেকে নিয়ে পুরো ৬১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফি আমার পকেট থেকে জমা দেয়ার কথা বলেন। আমি টাকা দিতে আপত্তি জানালে অধ্যক্ষ অতর্কিতে হামলা করে আমাকে আহত করেন।

তিনি বলেন, ঘটনাটি তাৎক্ষণিক শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরিকে জানিয়েছি। অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি। প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে পাওয়া যায়নি। তিনি প্রতিষ্ঠানে আসেননি।

দৌলতখান থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দুমকিতে অটো-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১

বাবুগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল নিয়ে যা জানা গেল

বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি

নাজিরপুরে শতবর্ষী কালীবাড়ি পুকুর এখন অবৈধ দখলে

বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা কোণঠাসা ক্ষুব্ধ নেতাকর্মীরা

স্ত্রী তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল যুবকের, ভিডিও ভাইরাল

চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

ছাত্রদল নেতা হত্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২১ জনের নামে মামলা

আড়াই কেজি ওজনের এক ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

ভোলার উন্নয়ন চাই: জেলা প্রশাসক