হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মহসিন কাজী নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসি) দেয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষনা করেণ। বিষয়টি নিশ্চিত করেছেন, বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

দণ্ডপ্রাপ্ত মহসিন কাজী বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মৃত. ওহাব কাজীর ছেলে।

রায় ঘোষণাার আগে বিচারক লায়লাতুল ফেরদৌস মামলার বর্ণনায় বলেন, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে ১২ বছরের শিশু প্রতিদিনের ন্যায় মক্তবে আরবি পড়তে যাচ্ছিলেন। যাওয়ার পথে আসামি মহসিন কাজী তাকে চাকুর ভয় দেখিয়ে মুখ চেপে খালের পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে হাত বেঁধে কলাপাতার উপরে শুইয়ে ধর্ষণ করে। দর্শনের পর শিশুটিকে মৃত্যুর ভয় দেখিয়ে মক্তবে পড়তে যাওয়ার কথা বলে। ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে মক্তবে পড়ার মানসিকতা তার ছিল না। তাই তিনি আবার বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফেরার পথে ধর্ষণকারী তার পথের সামনে দাঁড়িয়ে থাকে। সেখানেও তাকে আবারো মৃত্যুর ভয় দেখায় এবং বলে এই ঘটনা কাউকে বললে তোমাকে মেরে ফেলা হবে। মেয়েটি বাড়ি গিয়ে তার পরিবারের সাথে ঘটনার বর্ননা দেয়। পরিবারের লোকজন এ ঘটনা আলোচনা করে, সর্বশেষ সিদ্ধান্তে তারা বেতাগী থানায় গিয়ে মহসিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেণ। মামলার সর্বশেষ তদন্ত প্রতিবেদনেও আসামি অভিযুক্ত প্রমাণিত হয়।

রায় প্রদানকালে বিচারক আরো বলেন, মেয়েটি সম্পর্কে ধর্ষণকারীর ভাতিজি হন। কাছাকাছি বাড়ি হওয়ায় তাকে চাচা বলে ডাকতেন। একটা ১২ বছরের ছোট্ট শিশুর সাথে এরকম একটি অমানুষিক কাজ করেছে যা দেশের চোখে এবং আইনের চোখে জঘন্যতম একটি অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ বিচার ফাঁসি। তাই এরকম জঘন্যতম অপরাধ করার আগে মানুষ যেন একবার হলেও ভাবে, সেজন্য আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো।

মামলার বাদী শিশুটির মা মোসা. মাহফুজা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি। এই রায় শোনার পর এ ধরনের অপরাধ করতে ভয় পাবে অপরাধীরা। তাই আমি আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি প্রত্যাশা করেণ, এ রায় যেন বহল থেকে ফাঁসি কার্যকর করা হয়।

অপরদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম তরু ফরাজী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না

আলেম ওলামাদের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য

ভোলা-বরিশাল সেতুর দাবিতে দৌলতখানে মানববন্ধন

বিএনপি জোটের চ্যালেঞ্জ জামায়াতের প্রার্থী ফয়জুল

আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নেয়ার অভিযোগ

বরিশালে ৬ জেলায় নতুন পুলিশ সুপার হলেন যারা

প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

উজিরপুর-বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর