পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের আর্থিক সহায়তায় উপজেলার ৫ হাজার এতিম, মিসকিন মাদ্রাসার ছাত্র ও দুস্থদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে শহরের ইকোপার্ক মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সকাল থেকে কোরআন খতম ও দুপুরে দোয়া মোনাজাত শেষে উপজেলার সকল এতিমখানা, হাফেজ্জী, কওমী, এবতেদায়ী মাদ্রাসা, উপজেলার সকল মসজিদের ইমাম- মুয়াজ্জিন, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, উপজেলা সকল রিকশা-অটোচালক ও খেয়াঘাটের মাঝিদের মাঠে বসিয়ে কুলখানির (জিয়াফত) খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস, এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কুলখানি অনুষ্ঠানে আসা বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন ও আগত আমন্ত্রিতরা বলেন, নিজের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কতোখানি ভালোবাসা থাকলে এরকম বৃহৎ পরিসরে কুলখানির আয়োজন করতে পারে। তারা আরো বলেন বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কোন দলের নেত্রী না, তিনি সমগ্র বাংলাদেশের তাই দল-মত নির্বিশেষে সকল পর্যায়ের লোকজন এখানে কুলখানিতে অংশগ্রহণ করেছে।