ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচন সামনে, এক হয়ে থাকতে হবে। দলের কয়েকজন বিপথে গেছে তাদেরও আমি স্বাগত জানাই। তারা আমাদের ভাই। আগামী নির্বাচন জটিল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। গণসংযোগ ও দলের ঘোষিত ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে বেলা পৌনে ১১টার দিকে তিনি আখাউড়ায় পৌঁছান। রেলস্টেশনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সড়ক পথে কসবার উদ্দেশে রওয়ানা হন তিনি।
তিনি বলেন, অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। তারা ভালো করেই জানেন, তাদের পেছনে জনগণ নেই। আমাদের মাঝে সংশয় তৈরি করতেই এসব বলা হচ্ছে।
তার আগমণে রেলওয়ে জংশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। ধানের শীষ দিয়ে সাজানো একটি রিকশাভ্যান এবং তাতে থাকা শিশুরা সবার দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় বিএনপি নেতা মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশন, বিল্লাল হোসেন খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।