হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না

নোয়াখালীতে ইসি সানাউল্লাহ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, একইসময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯ টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারে সকলের মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমাদের কাজ হলো সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায় দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাঁধা প্রধান করে। সবাই নিজের ভোটকে সঙ্গে করে নিয়ে আসুক এটাতে কোনো বাঁধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাঁধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোট গুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভারি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট গুলো আসে সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

আতশবাজির শব্দকে ‘ককটেল বিস্ফোরণ’ বলা হয়েছিল: সেনাবাহিনী

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

ভোটগ্রহণে সংশ্লিষ্টদের পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আবদুল্লাহ

বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে: সালাহউদ্দিন আহমদ

দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আইন মেনে বৈধতা দেওয়া হয়েছে: ইসি সানাউল্লাহ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন : সালাহউদ্দিন আহমদ