হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কাজে স্থবিরতা

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কার্যক্রমে সমস্যা হচ্ছে। উপজেলার দুটি কলেজ ও আটটি মাধ্যমিক বিদ্যালয়ে রুটিন প্রশাসনিক কাজ ও সময়মতো কাগজপত্র নিষ্পত্তিতে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদটি শূন্য রয়েছে প্রায় পাঁচ মাস ধরে। এর আগে যিনি দায়িত্বে ছিলেন, তিনিও মাত্র কয়েকদিন অফিস করেন। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জরুরি কাজ নিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছে।

বর্তমানে দাউদকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে দাউদকান্দির দায়িত্ব পালন শেষে মেঘনার বিষয়গুলোতে নিয়মিত মনোযোগ দেয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ছে।

মানিকার চর এলএল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম. সাজ্জাদ হোসাইন বলেন, “অবশ্যই দাপ্তরিক কাজে ভোগান্তি হচ্ছে, সমস্যা হচ্ছে। এতে শিক্ষকদের সময় ও মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, “আমি নিজ স্টেশনের পাশাপাশি মেঘনার দায়িত্ব যথাসাধ্য পালন করছি। তবে দুটি উপজেলার দায়িত্ব একসঙ্গে পালন করা সবসময়ই চ্যালেঞ্জিং।”

সচেতন মহলের অভিমত, একজন কর্মকর্তা না থাকলে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সাময়িক সমাধান মিললেও দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়ে। কাজের গতি কমে যায়, মনিটরিং দুর্বল হয় এবং অনিয়ম বাড়ার ঝুঁকি থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস দৈনিক আমার দেশকে বলেন, “আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।

বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালি

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার