হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগের ১২ সন্ত্রাসী জেলে, ওসিকে হত্যার হুমকি

চট্টগ্রাম ব্যুরো

‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সামাজিক মাধ্যমে উসকানি ছড়ানোর সময় কর্ণফুলীতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের ১২ সন্ত্রাসী। পুলিশ বলছে, তারা নাশকতার উদ্দেশে জড়ো হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে দেশি-বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ওসি রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকানের সামনে জড়ো হয় ১৪ জন যুবক।

পুলিশ বলছে, পরে তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। স্লোগানে তারা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি’ বলেও আক্রমণ করেছিলেন।

পুলিশের দাবি, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে হাতেনাতে আটক করা হয়। পরদিন (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিকুল ইসলাম আকাশ, আকিফুল ইসলাম আকিব, আরাফাত হোসেন, আব্দুল করিম, আবু হাছনাইন বিজয়, আশরাফুল জামাল, সজিবুল ইসলাম ওরফে শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. ইকবাল, আব্দুর রহমান ও ফোরকান।

‘এরা সবাই আওয়ামী লীগের এমপি ওয়াসিকার অনুসারী’

ওসি মুহাম্মদ শরীফ আমার দেশকে বলেন, ‘তথ্য ছিল ওরা নাশকতার জন্য জড়ো হচ্ছিল। ফেসবুকে ভিডিও আপলোডের মাধ্যমে উসকানি ছড়ানোর চেষ্টা চলছিল। আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওদের ধরেছি। ওদের সবাই স্থানীয় এমপি ওয়াসিকা আয়শা খানের অনুসারী।’

তিনি আরও জানান, ‘ওদের মোবাইল ঘেঁটে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আগেও তারা একইভাবে ইউনূস সরকারকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক পেইজে দিতো। এসব ভিডিওতে উসকানিমূলক ক্যাপশন থাকতো। ভুয়া তথ্য ছড়ানোও ছিল তাদের কাজের অংশ।’

ওসিকে ‘ঝুলিয়ে রাখার’ হুমকি

ওসি শরীফ বলেন, ‘তাদের গ্রেপ্তারের পরপরই বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে ফোন আসতে থাকে। অন্তত ১০টি নম্বর থেকে আমাকে গালাগাল করে হত্যার হুমকি দেয়া হয়। বলা হয়, মেরে ঝুলিয়ে রাখা হবে।’

এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার ভাষায়, ‘এটা শুধু আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা না, এর পেছনে বড়সড় রাজনৈতিক মদতও আছে।

কর্ণফুলীর রাজনৈতিক অঙ্গনে অনেক দিন ধরেই ছাত্রলীগ প্রভাবশালী নেতাদের ছায়ায় দাপটের সঙ্গে অপকর্ম চালিয়ে যাচ্ছে। অভিযোগ আছে, রাজনৈতিক শেল্টারেই তারা এমন স্লোগান, উসকানি আর সহিংসতার পথ বেছে নিয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া এই ১২ জনের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।

সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

হাসপাতালের ওটিতে গ্যাসের চুলায় রান্না, বরখাস্ত হলেন সেই দুই নার্স

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

ইতিহাসের সাক্ষী ব্রিটিশ যুদ্ধের সময় নির্মিত বিমানবন্দর

নিহত জামায়াত কর্মীর মাথায় ১৩টি গুলির ছিদ্র

ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ ডাকাত