হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেই নাফাখুমে ১৭ পর্যটক: পা পিছলে একজন নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম ঝরনা এলাকায় নিষেধাজ্ঞার পরও ভ্রমণে এসেছেন ঢাকা থেকে ১৭ পর্যটক। এ সময় পা পিছলে পড়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ মো. ইকবাল হোসেন (২৫) ঢাকা ডেমরা থানার, সারুলিয়া, রসুল নগর গোপ দক্ষিণ গ্রামে। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, যে উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে আসে ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১৭ জনের একটি দল। শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতে যান। সেখানে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে যায়। তখন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় যুবক লুমেন খুমী জানিয়েছেন।

তিনি আরো জানান, পর্যটকদের সাথে উপজেলার স্থানীয় গাইড নিয়ে যায়নি।

খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার থেকে জানতে চাইলে নিখোঁজ পর্যটক বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ধার তৎপরতা বিষয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জয় চন্দ্র দাস থেকে জানতে চাইলে তিনি বলেন, ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়া নেতৃত্বে নিখোঁজ স্থানে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, দোয়া-মোনাজাতে খালেদা জিয়াকে স্মরণ