হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবক নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল পরনে থাকা কাপড়সহ তৎ সংলগ্ন স্থানে মানবদেহের দেহের কঙ্কাল।

ইসমাইল হোসেন উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড ভিলেজার পাড়ার সাদেক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভিলেজার পাড়া-রাজঘাট বুইগ্গাঘোনা বন এলাকায় এর সন্ধান মেলে।

নিখোঁজ যুবকের খালা জ্যোৎস্না জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের-মত নিখোঁজ ইসমাইলকে খুঁজতে বের হয় তার পরিবারের সদস্যরা। বনের ভেতর খোঁজার এক পর্যায়ে উক্ত স্থানে নিখোঁজের সময় ইসমাইলের পরনে থাকা কাপড় এবং স্যান্ডেল দেখতে পায়। পরে পাশে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কঙ্কাল পাওয়া যায়। এতে তাদের বদ্ধমূল ধারণা পাওয়া কঙ্কালগুলো তার ভাগিনার। কারণ পাশাপাশি নিখোঁজের সময় তার পরনে থাকা কাপড়-সেন্ডেলও পাওয়া গেছে। পরে এ সংবাদ থানা পুলিশকে জানানো হয়।

জ্যোৎস্না আরো জানান,গত দুই মাস আগে তার মানসিক ভারসাম্যহীন ভাগিনা ইসমাইল ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজেও তার সন্ধান মিলেনি। প্রায় এক মাস পর দুই দফা তার বাবা সাদেক হোসেনের মোবাইলে কল করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপরিচিত এক ব্যক্তি। নয়ত তাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রায় দুই মাস পর এসব মিলল।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতে দায়ীত্বরত এসআই সনক কান্তি দাশ জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওয়ানা দিয়েছে। ফিরলেই বিস্তারিত জানবেন।

হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফেলের বাসায় আগুন

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

আমি মামলা করি না ডাইরেক্ট ওয়ারেন্ট করি, বিএনপি নেতা

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন আ.লীগের সহসভাপতি

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার: চাঁদপুরের ডিসি

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

সীমান্তে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক

সন্ত্রাস নির্মূলে ‘চরম পন্থা’ অবলম্বনেও পিছপা হবে না পুলিশ: সিএমপি কমিশনার