হোম > সারা দেশ > চট্টগ্রাম

লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

গত বছর ৫ আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলিসহ স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল (৭.২)।

আমার দেশের মোংলা প্রতিনিধি নিশ্চিত করেছেন গ্রেফতার কামাল হাওলাদার স্থানীয় বিএনপি নেতা। তিনি মোংলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে। কামাল দীর্ঘদিন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন কামাল।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা ছিল যে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী চক্রের হাতে চলে যেতে পারে। প্রায় এক বছর পর প্রথমবারের মতো তাদের এই আশঙ্কা সত্যি হলো। তদন্তকারীরা এখন এই অস্ত্র চক্রের মূল হোতাদের খুঁজছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এনসিপির নাহিদ ও আসিফ আজ রামগঞ্জে যাচ্ছেন

চট্টগ্রাম-১২, এলডিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

চাঁদপুরে নিম্নমানের উপকরণে রাস্তা সংস্কার, উঠে যাচ্ছে কার্পেটিং

লোহাগাড়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশন অচল

পোস্টারবিহীন প্রচার, প্রভাব পড়ছে না জনমনে

হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

ডা. শফিকুর রহমান ফেনী যাচ্ছেন ৩০ জানুয়ারি

পুরুষ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন নারী ভোটাররা

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে জনগণ প্রতিহত করবে