হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

জেলা প্রতিনিধি, ফেনী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় ফেনীর সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে প্রধান শিক্ষক ওমর ফারুক নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি মুছে ফেলেছেন।

এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেছেন সোনাগাজী পৌর বিএনপি। গণমাধ্যমে প্রেরিত আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ দাবি জানানো হয়।

এব্যাপারে স্থানীয় পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকাসহ বিভিন্নস্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিজাম হাজারীকে ধরে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেন। তিনি এখন রীতিমতো জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।

বিএনপিতে যোগদানের আড়ালে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

গোয়ালঘরে শিকলবন্দি করে নির্যাতন, চার দিন পর উদ্ধার

পাউরুটি কিনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

শ্বশুর বাড়ি যেতে ‘সরকারি এম্বুলেন্স’ ব্যবহারের অভিযোগ প্রশাসকের বিরুদ্ধে

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে!

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

মনোনয়ন সংগ্রহ করলেন লায়ন আসলাম চৌধুরী

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ