হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদের শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান তা কখনও টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।

‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয়কে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয়, বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেনো স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।

প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’টি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে জেলা প্রশাসন ও সরকারের পূর্ত বিভাগ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোটগ্রহণে সংশ্লিষ্টদের পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আবদুল্লাহ

বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে: সালাহউদ্দিন আহমদ

দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আইন মেনে বৈধতা দেওয়া হয়েছে: ইসি সানাউল্লাহ

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না

নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন : সালাহউদ্দিন আহমদ

লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না

নেতার পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে রাখবেন : হাসনাত আব্দুল্লাহ