হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামির পলায়ন, একজন আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই আসামি দেয়াল টপকে পালিয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে অন্যজন এখনো পলাতক।

জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে রাজিব হোসেনকে আটক করা হয়। তবে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম এখনো পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা।

তিনি বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি জেলা শহরের ইসলামপুর এলাকায়। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।

এদিকে, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

দেবিদ্বারে জামায়াতের এমপি প্রার্থী জনসংযোগ

ফরিদগঞ্জ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

মতলবে প্রতিপক্ষের ওপর হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রায়হানকে ধরতে মরিয়া র‌্যাব, পাহাড়ে চলছে অভিযান

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ যানবাহন ভাঙচুর, আহত ২৫