হোম > সারা দেশ > চট্টগ্রাম

সময় মতো কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক

উপজেলা প্রতিনিধি, লংগদু (রাঙ্গামাটি)

সঠিক সময়ে কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে পড়েছে নিম্নআয়ের হাজারো কৃষক। কৃষি জমিগুলো পানিতে ডুবে থাকায় যথা সময়ে বোরো ধানের আবাদ করতে না পেরে হতাশ রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রায় ১৩ হাজারের অধিক কৃষক।

সরেজমিনে লংগদু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যে সকল জায়গায় পৌষ মাসে জলে ভাসা জমিগুলোতে বোরোধানের আবাদ শুরু হতো, ঐসব জমিতে এখনো ভরপুর পানি ঢেউ খেলছে। এতে করে আগামী বছর খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা রয়েছ অত্র উপজেলার হাজারো পরিবারের।

লেকের ভাসমান জমিতে চাষ করা কৃষক আবুল হোসেন, আব্দুর রহিম, জাফরসহ অনেকেই বলেন, দীর্ঘ সময় ধরে এসব জমিতে ধান সহ মৌসুমি চাষাবাদ করে আসছি আমরা। কিন্তু এবছর পানি না কমিয়ে কাপ্তাই বাঁধ বন্ধ করে রেখেছে সরকার, এতে করে আমার মত হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলার ভাসান্যদম, বগাচতর,গুলশাখালী কালাপাকুজ্জা, লংগদু সদর ইউনিয়ন, মাইনী ইউনিয়নের জলে ভাসা জমিন চাষীরা ইতিমধ্য ধানের বীজ রোপন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে পুরো পানি কমে না গেলে চাষাবাদ করতে পারবেনা বলে জানান তারা।

লংগদু উপজেলা কৃষি অফিসের উদ্যান তত্ত্ববিদ রতন চৌধুরি বলেন, লংগদু উপজেলা ৮ হাজর হেক্টর কৃষি জমি রয়েছে। তার মধ্যে সাড়ে ৬হাজার হেক্টর কৃষি জমি জলে ভাসা। এখানে প্রায় সাড়ে ১৩ হাজারের অধিক কৃষক রয়েছে। এবছর যে হারে পানি কমছে এতে করে সঠিক সময়ে মৌসুমি ধান বা অন্যান্য ফসল করতে পারবেনা কৃষকরা। তাই এমাসের মধ্যে পানি কমালে কৃষকরা বাঁচবে।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, কৃষকদের কথা চিন্তা করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসককে জানাবো, যাতে কৃষকদের কথা চিন্তা করে দ্রুত সময়ে কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়।

এই বিষয়ে পিডিপির ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, গত কিছুদিন আগে একটি মিটিং হয়েছিলো। আগামী নির্বাচন পর্যন্ত পানি না কমানোর জন্য প্রস্তাব করা হয়েছে।

কৃষি জমি তলিয়ে থাকলে কৃষকরা খাদ্য সংকটে পড়বে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আসলে আমাদের লেভেলে পানি রাখার কথা তার চাইতে আরো পাঁচ ফিট পানি কম আছে। হয়তো যারা জমি চাষ করছে সে পরিমাণ পানি কমেনি। তবে পানি কমানো বা বাঁধের পানি ছেড়ে দেওয়ার কোন কথা তিনি জানায়নি।

কক্সবাজার সমুদ্র উপকূলে আবারো ভেসে এলো মৃত ডলফিন

বিএনপিতে যোগদানের আড়ালে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

গোয়ালঘরে শিকলবন্দি করে নির্যাতন, চার দিন পর উদ্ধার

পাউরুটি কিনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

শ্বশুর বাড়ি যেতে ‘সরকারি এম্বুলেন্স’ ব্যবহারের অভিযোগ প্রশাসকের বিরুদ্ধে

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

মনোনয়ন সংগ্রহ করলেন লায়ন আসলাম চৌধুরী

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ