হোম > সারা দেশ > চট্টগ্রাম

কলেজ ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের ৯ সদস্যের নতুন কমিটিতে ৭ জনই নারী শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।।

এতে সভাপতি হয়েছেন কনিকা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি হয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর মিয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন। নতুন এ কমিটিকে ৩০ দিনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কনিকা আক্তার বলেন, ছাত্রদলকে ঢেলে সাজাতে এবং লিঙ্গ বৈষম্য কমিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রদল নারী নেতৃত্বের প্রতি গুরুত্ব দিয়েছে। তবে নিরাপত্তাহীনতা এবং শঙ্কার বিষয় থাকে। ছাত্রদল এক্ষেত্রে অনেকটাই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। প্রতিনিয়ত নারী কর্মী বাড়ছে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী আমার দেশকে বলেন, নারী কর্মী বৃদ্ধির ক্ষেত্রে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। এ জন্য কয়েক দফা বিভিন্ন স্থানে আমরা কর্মীদের সঙ্গে বসছি। স্থানীয় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আমরা সাংগঠনিক সফর শুরু করেছি। একদম গ্রাম অঞ্চলের নারীদের জন্য নিরাপদ ছাত্র সংগঠন হিসেবে পরিচিতি গড়তে আমরা বদ্ধ পরিকর।

সেই জসিমের নগদ অর্থ মাত্র ১৫ কোটি টাকা, স্ত্রীর ১৪ লাখ

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের