নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিন উদ্দিন ফরায়েজি বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো কুয়েত প্রবাসী বেলাল হোসেনের দুই মেয়ে - বিবি মরিয়ম অহি (১০) এবং সিদরাতুল মুনতাহা ছহি (৬)। অহি স্থানীয় দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী, আর ছহি ধর্মপুর দারুল কোরআন রহমানিয়া মাদ্রাসার নার্সারির ছাত্রী। চার বোনের মধ্যে তারা দুজন ছোট ছিল।
স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে দুই বোন বাড়ির পাশের পুকুরে ওযু করতে গিয়েছিল। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পাশের বাড়ির চাচা ডাক্তার সারোয়ার পুকুর ঘাটে তাদের জুতো দেখতে পান। এরপর পানিতে খুঁজে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সেবারহাট মেডিকেল সেন্টারে এবং পরে দাগনভূঁইয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই আবদুর রব ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়লে দুই শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।