হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে দুই বাসের ধাক্কা, আহত ২০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী দুটি বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে মালবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে যাত্রীবাহী স্লিপার কক্সএক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই স্লিপার বাসটিকে ধাক্কা দেয় স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় স্লিপার বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং স্টারলাইন পরিবহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও সহকারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এরমধ্যে রয়েছেন ঢাকার কেরানীগঞ্জের শাওন, মিন্টু মিয়া, নবাবগঞ্জের ফারুক মিয়া, মনোয়ার হোসেন, কেয়া পারভিন, শ্রীনগরের আতাউর রহমান, মুন্সিগঞ্জের চঞ্চল, ফেনী সদরের হাসিনা বেগম, ইসরাফিল, আজগর আলী, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, রেজাউর রহমান ও রাজা মিয়া।

প্রত্যক্ষদর্শী আজহারুল ইসলাম মুন্না বলেন, মালবাহী ট্রাকটি হঠাৎ ব্রেক করায় দ্রুতগতির যাত্রীবাহী দুটি বাস নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

ছাত্রলীগ-যুবলীগ থেকে যুবদলে, একপক্ষের গুলিতে আরেকপক্ষের সাজ্জাত নিহত

বাঁশখালীতে সেনা ও র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২

তিন আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ

চট্টগ্রামে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিরাপত্তা প্রহরী নিহত

হারভেস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট ‎ ‎

হাতিয়ায় অজ্ঞান করে স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

সাইলেন্সারযুক্ত অস্ত্রে ছাত্রদল নেতাকে হত্যা, অশ্রুসিক্ত বাবার আর্তনাদ

শিক্ষক সংখ্যায় শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তলানিতে কুবি