হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট ৩-এ আগুন দেখতে পায় কর্মচারীরা। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিষ্ঠানটির কর্মচারী শহিদুল ইসলাম বলেন, 'রাত সাড়ে এগারোটার পর প্রতিষ্ঠানটির ৩নং ইউনিট সংলগ্ন গ্যারেজে আগুন দেখতে পাই আমরা। পরবর্তীতে আগুন ইউনিট-৩-এ ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির এই অংশে বিভিন্ন ধরনের ডায়াপার তৈরি করা হয়। প্রথমে কোম্পানির নিজস্ব কর্মীরা অগ্নিনির্বাপণের চেষ্টা করে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে'।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী আব্দুস সুবহান বলেন, 'বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে থেকে রাত দুইটা পর্যন্ত আগুন জ্বলতে দেখি আমরা। এ ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে'।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, 'রাত বারোটার পর আমরা খবর পাই। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরবর্তীতে আশপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। রাত দুইটার দিকে সম্পূর্ণভাবে অগ্নিনির্বাপণের কাজ শেষ হয়'।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, 'জায়গাটিতে তখন বিদ্যুৎ ছিল না। আর যেখানে আগুন লেগেছে সেখানে ধূমপান করা নিষিদ্ধ। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে'।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, 'খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি এখন স্বাভাবিক'।

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭’শো কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, দোয়া-মোনাজাতে খালেদা জিয়াকে স্মরণ

চট্টগ্রামে গানম্যান ও অস্ত্রের লাইসেন্সের আবেদন নেই প্রার্থীদের