হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির স্কুলগুলোতে ই-লার্নিংয়ের নতুন দিগন্ত

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেটের সাহায্যে খাগড়াছড়ি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে।

মঙ্গলবার খাগড়াছড়ির জেলা সার্কিট হাউজে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।

কাজী সালাহউদ্দিনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সীতাকুণ্ডে মশাল মিছিল

হাসিনা পালিয়েছে, তার দোসররাও ভারতে পালাবে

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল টিম হিসেবে থাকবে জুলাই ঐক্যমঞ্চ

আরাকান আর্মির হাতে ১৩ বাংলাদেশি জেলে আটক

ফরিদগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীর আত্মহত্যা

বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে নববধূ খুন

আওয়ামী দখলমুক্ত হলো কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

আত্মসমর্পণ করেও পার পেলেন না আ.লীগ নেতা আতিক

চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযান, ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মী আটক

বিএনপি নেতার মনোনয়ন দাবিতে অবরোধ, ১০ কিলোমিটার যানজট