ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মনোনয়ন চাইলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সমর্থকেরা । এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলা নিমশার বাজার বিশ্বরোড এলাকায় হাজার হাজার নেতাকর্মী রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানান, কুমিল্লা-৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন না দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা এই মনোনয়ন মানি না। আমাদের দাবি হলো পরিচ্ছন্ন রাজনীতিবিদ এটিএম মিজানুর রহমানকে কুমিল্লা- ৫ আসনে বিএনপির মনোনয়ন দিতে হবে।
এ সময় বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছর কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখে-দুখে পাশে ছিলেন এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান । আমরা চাই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় মিজানুর রহমানকে মূল্যায়ন করবে দল । এই আসনে হাজী জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তিনি আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছেন ।
মনোনয়নের দাবিতে মিছিলে অংশগ্রহণ করা নারী নেত্রী কুলসুম আক্তার বলেন, মিজানুর রহমান কুমিল্লা পাঁচের যোগ্য প্রার্থী । আমরা সবাই তাকে বিএনপি থেকে প্রার্থী হিসেবে দেখতে চাই । মিজানুর রহমানকে কে মনোনয়ন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন করবো ।
এদিকে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার দৈনিক আমার দেশকে বলেন, মনোনয়নের দাবিতে নিমসার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অবরোধ করছে বিএনপি নেতাকর্মী। যার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে । এক ঘণ্টা যাবৎ মহাসড়কে অবস্থান করছে । এখনো পর্যন্ত মহাসড়কে আছে নেতাকর্মীরা ।