হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে পরীক্ষার আগের দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত।

জানা যায়, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার প্রশ্নপত্র একই হওয়ার কারণে পরীক্ষার আগের দিনই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রাইভেট শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি দুঃখজনক। আগামীকাল (২১ আগস্ট) বৃহস্পতিবার ২য় শ্রেণির বাংলা পরীক্ষা। অথচ সেই পরীক্ষার প্রশ্নপত্র আজ বুধবার সকালে প্রাইভেট পড়ানো শিক্ষকদের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর হাতে এসে গেছে। আমাদের শিশুদের হাতে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র তুলে দিয়ে প্রাথমিক অবস্থায় তাদের শিক্ষা জীবন মেরে ফেলা হচ্ছে । এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার আগের দিন শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র যাওয়ার বিষয়টি আমার কানেও এসেছে। আমরা পরীক্ষার ফি না নিয়ে পরীক্ষা নিচ্ছি। প্রশ্নপত্র আনতে হয় উপজেলা শিক্ষা অফিস থেকে। সারা উপজেলায় একই প্রশ্নপত্র হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। নিজ নিজ স্কুল ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এই বিষয়টি আমার জানা ছিলো না। এমন ঘটনা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা জীবন শুরুতেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আজই এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপিতে বড় রদবদল, ১৬ থানার ওসি বদলি

সিএমপির ১৬ ওসি কে কোথায় বদলি হলেন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ

‘তরে যেখানেই পাব, পা কেটে ফেলব’ উপজেলা ছাত্রদল আহ্বায়কের হুমকি

অভিযোগের তীর নওফেল সিন্ডিকেটের দিকে

বাঁশখালীর সাগরতীরের ঝাউবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

বিয়ের বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন

সেই ওসি এখন জামায়াত কর্মী হত্যার আসামি

মুজিবকে ‘আল্লাহর ওলি’ আখ্যা দেয়া সেই আ.লীগ নেতার সঙ্গে বিএনপি প্রার্থীর ছবি ভাইরাল