প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত প্রথম দিনে নরসিংদী-২ পলাশ ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব সংসদীয় আসনের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রথম দিনের বাছাইয়ে মোট ১৮ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে বাদ পড়ছেন ৪জন প্রার্থী।
নরসিংদী-২(পলাশ) আসনে ৮ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
প্রাথমিক বাছাইয়ে বাদপড়া প্রার্থীরা হলেন, ঋণ খেলাপির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মহশিন আহমেদ, সঠিক দলীয় মনোনয়নপত্র না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এ ন ম রফিকুল ইসলাম সেলিম ও ব্যক্তিগত তথ্য সন্নিবেশিত না করায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৪ ( বেলাবো- নরসিংদী) আসনে মোট ১০জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে প্রস্তাব কারী ও সমর্থনকারীর স্বাক্ষর থাকার অভিযোগে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী কাজী শরিফুল ইসলাম।
এর আগে জমাদানের শেষ দিন পর্যন্ত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৪জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী আজ প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।