হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৯

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আহত বারেক ব্যাপারীর অবস্থা সংকটাপন্ন। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ব্যাপারী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্যাপারী বাড়ির বারেক ব্যাপারী (৬০), রনি (২০), জসিম ব্যাপারী (৩০), রেহান উদ্দিন (২০), হাছান ব্যাপারী (১৫), রুবেল হোসেন (৪০), আবু তাহের (৪০), আব্দুল লতিফ (৪০), রুবেল হোসেন (২৮)

স্থানীয়রা জানান, ওই গ্রামের গাছগাছালির ভিতরে মাটির ডিবিতে ১৫-২০টি শিয়ালের বাসা রয়েছে বলে তাদের ধারণা। এদিন ভোর না হতেই দুটি শিয়াল একত্রিত হয়ে গ্রামবাসীকে কামড়াতে শুরু করে। এতে আহত আহত হন নয়জন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম ব্যাপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তায় এলে দুটি শিয়াল যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। অনেকে লাঠিসোঁটা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, শিয়ালের কামড়ে আহত বারেক ব্যাপারীর অবস্থা একটু বেশি খারাপ। বন্যপ্রাণী আইন রক্ষা করে কীভাবে শিয়াল প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে ব্যবস্থা নেবো।

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি কী করা যায়।

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

সেই জসিমের নগদ অর্থ মাত্র ১৫ কোটি টাকা, স্ত্রীর ১৪ লাখ

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল