হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে সড়ক অবরোধ ও রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে রাতের আঁধারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ও রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে এসব অপচেষ্টার বিরুদ্ধে ফেনী শহরের ট্রাংক রোডে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

একইদিন সকালে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন-জেলার দাগনভূঞা উপজেলার আরিফ হোসেন ও নাদিমুর রহমান তাসিফ, সোনাগাজী উপজেলার আবুল হোসেন শান্ত, জহিরুল ইসলাম রিফাত, ও শাহাদাত হোসেন শাহাদাত এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আমির হোসেন জিহাদ।

ছাত্রদল নেতা রহমত আলী মানিক জানান, ‘বুধবার রাতে বাসে আগুন দেয়ার পর থেকে রাতভর আমরা মহিপালসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল ৭টায় মহিপালের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে এলে সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাদের মোবাইল ফোন তল্লাশি করে মিছিলের প্রমাণ ও ভিডিও পাই। পরে পুলিশে সোপর্দ করি।’

এদিকে জেলার মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।

ফেনী মডেল থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মূলত মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বাসে আগুনের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেলওয় পথের ফেনী শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় গাছ কেটে রেললাইনের ওপর পেলে নাশতার অপচেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহল-দলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়িগুলো সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিক নজরে আসায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেই জসিমের নগদ অর্থ মাত্র ১৫ কোটি টাকা, স্ত্রীর ১৪ লাখ

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের